বিশ্বকাপজয়ী টাইগার যুবাদের শাস্তি কমাতে আপিল করবে বিসিবি

গত রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে শক্তিশালী ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ।

ফাইনালে বাংলাদেশ দলের বিপক্ষে হেরে যাওয়ার ক্ষোভে টাইগার যুবাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে যান ভারতীয় ক্রিকেটাররা।

ভদ্রলোকের খেলা ক্রিকেটে বিশ্বকাপের মতো ফাইনাল ম্যাচে এমন ন্যক্কারজনক ঘটনাকে ভালোভাবে নেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ঘটনার ভিডিও ফুটেজ দেখে বাংলাদেশের তিন আর ভারতীয় দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করে আইসিসি।

আইসিসির কোড অব কনডাক্ট বিধি ভঙ্গ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের তিন ক্রিকেটার তৌহিদ হৃদয়, শামীম হোসেন ও রাকিবুল হাসান এবং ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণুকে ৪ থেকে ১০টি ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, শাস্তির বিষয়টি আমরা জেনেছি। আমাদের অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। দেশে ফিরলে রিপোর্ট জামা দেবেন। বিস্তারিত জেনে এরপর যদি সুযোগ থাকে আমরা শাস্তি কমানোর জন্য আইসিসির কাছে আপিল করব।