পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিশুদের নিয়ে জাগরণী চক্রের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিশুদের নিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশনের উপজেলা পর্যায় ক্রীড়া প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শহরের নাজির শংকরপুরে অবস্থিত শিশুস্বর্গ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে অংশ নেয় পৌর এলাকার ৭টি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

সকালে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় এই ক্রীড়া প্রতিযোগিতা। শুরুতে শিশু ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ব্যঙলাফ প্রতিযোগিতা। এরপর দ্বিতীয় ও তৃতীয় শ্রেনির শিক্ষার্থীরা অংশ নেয় অংক দৌড় আর চতুর্থ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় সাধারন জ্ঞান দৌড় প্রতিযোগিতায়। এছাড়া মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি হ্যান্ডবল প্রতিযোগিতা।

প্রতিযোগিতা শেষে দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাগরণী চক্র ফাউশেনের পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএসপির প্রকল্প সমন্বয়কারী নাহিন আক্তার, বিশিষ্ট সমাজসেবক কাজী তারেকুজ্জামান পিকুল সহ অংশগ্রহনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকগণ।

সমগ্র আয়োজনে আর্থিক সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।