যশোরে মহিলা ফেনসিডিল বিক্রেতা আটক

যশোর ডিবি পুলিশ ১০ বোতল ফেনসিডিলসহ সোনিয়া পারভীন (৩২) নামে এক ফেনসিলিড বিক্রেতাকে আটক করে।

আটক সোনিয়া শহরের শংকরপুর জম্মাদার পাড়ার মোঃ সেলিমের স্ত্রী।

ডিবি পুলিশের এস আই আব্দুল মালেক জানান, তারা গোপনে সংবাদ পান বৃহস্পতিবার বিকেলে শংকরপুর গফুরের মোড়ের পাশে মিজানুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর একজন মহিলা প্লাস্টিকের ব্যাগে ফেনসিডিল নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই আব্দুল মালেকের নেতৃত্বে এ এই আই হাসান জাহিদ, এ এই আই হোসেন আলী কনসটেবল গাজি জাহাঙ্গীর, মহিলা কনসটেবল নাজনীন সেখানে অভিযান চালায়। পুলিশি উপস্থিতি টের পেয়ে সোনিয়া কৌশলে পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহায়তার লাবনীকে আটক করা হয়। আটক লাবনী পুলিশের কাছে স্বীকার করেন তিনি প্লাস্টিকের ব্যাগে করে ফেনসিডিল নিয়ে বিক্রির উদ্দেশ্যে গফুরের মোড়ে অবস্থান করছিলেন। পুলিশ লাবনীর ব্যাগ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে।