খালেদা জিয়ার মুক্তির দবিতে কেশবপুরে বিক্ষোভ মিছিল

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেশবপুর শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

রোববার কেন্দ্রীয় ছাত্রদলনেতা হুমায়ন কবির সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হুমায়ন কবীর সুমন, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা ছাত্রনেতা ফারুক হোসেন খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মজনু হুসাইন, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার বাবলু, কৃষক দল নেতা মেহেদী পারভেজ সুমন যুবদলের নেতা আলম, অলিয়ার, সেলিম, আসাদ, আলতাফ, সামিউল, দবির, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ, ছাত্রনেতা কৃষ্ণ চ্যাটার্জী, নাসির, সাইফুল ইসলাম ইমন, মেহেদী, সাকিব, লিটু , আবু সালেহ হিরন রাশেদ প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে অসংখ্য বিএনপির নেতৃবৃন্দরা নির্যাতনের শিকার হয়েছে। সুসময়ের অনেক বিএনপির নেতারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দলের দুঃসময়ে তাদের কোন ভূমিকা চোখে পড়েনা। এখনই সময় তাদেরকে দল থেকে বিতাড়িত করে দেয়ার। জিয়ার প্রকৃত সৈনিকদের দলের গুরুত্বপূর্ন পদে এনে দলকে তৃনমূল পর্যায় থেকে সংগঠিত করতে হবে।

এসময় বক্তারা, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হুমায়ন কবীর সুমনকে কেশবপুর আসনের উপনির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রদানের দাবি জানান।