১৬৫ রানেই অলআউট ভারত

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে ১৬৫ রানে অলআউট করে দিয়ে লিড নিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। টিম সাউদি ও কাইল জেমিসনের গতিতে বিধ্বস্ত ভারত।

আগের দিন গতি আর বাউন্সে ভারতকে কাঁপিয়ে দিয়ে ছিলেন অভিষিক্ত কাইল জেমিসন। দ্বিতীয় দিন টিম সাউদির তোপে বিরাট কোহলির দল গুটিয়ে যায় ১৬৫ রানে।

কেন উইলিয়ামসনের ব্যাটে নিউজিল্যান্ড পেয়েছে লিড। দ্বিতীয় দিন শেষ ৫১ রানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। তবে দিনের শেষ ভাগে ১১ রানের জন্য সেঞ্চুরি হতাশা নিয়ে মাঠ ছাড়েন কিউই অধিনায়ক।

শনিবার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে ভারত অলআউট হয় ১৬৫ রানে। কোহলির নেতৃত্বে প্রথম ইনিংসে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি।

জবাবে দিন শেষে নিউজিল্যান্ডের রান পাঁচ উইকেটে ২১৬। লিড ৫১ রানের। ১৪ রানে অপরাজিত বিজে ওয়াটলিংয়ের সঙ্গী কলিন ডি গ্র্যান্ডহোম, অপরাজিত চার রান নিয়ে।

বেসিন রিজার্ভে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে খেলা হয়েছিল ৫৫ ওভার। ভারত পাঁচ উইকেটে তুলেছিল ১২২ রান। দ্বিতীয় দিন এক ঘণ্টার একটু বেশি সময়ে তারা হারায় বাকি পাঁচ উইকেট, যোগ করতে পারে মাত্র ৪৩ রান।

ভারত ১ম ইনিংস: ১৬৫/১০ (রাহানে ৪৬, আগরওয়াল ৩৪; জেমিসন ৪/৩৪, টিম সাউদি ৪/৪৯)।

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২১৬/৫ (উইলিয়ামসন ৮৯, রস টেলর ৪৪)।