স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর ভারত সফর স্থগিত হয়েছে। সোমবার স্পিকারের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল ভারতে যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহুর্তে এসে এ সফর স্থগিত করা হয়।
জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংসদের বিশেষ অধিবেশন আয়োজনের ব্যস্ততা থাকায় এই মুহুর্তে এই সফরটি হচ্ছে না। পরবর্তীতে সুযোগ হলে সফরের উদ্যোগ নেয়া হবে।
স্পিকারের এ সফরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় সংসদের নানা অনুষ্ঠানমালায় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে আমন্ত্রণ জানানো ছাড়াও সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জিসহ শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানোর কথা ছিল।
চিফ হুইপ জানান, আগামী ২২ ও ২৩শে মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হবে।
এই অধিবেশন প্রস্তুতির কারণেই সফর হচ্ছে না। সূত্র: মানবজমিন