মোদির ঢাকা সফর নিয়ে যা বললেন ভিপি নুর

মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা। কেউ কেউ তার এ সফরকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন। অনেকে মোদি বিরোধী আন্দোলনও করছেন। এছাড়া মোদিকে নিয়ে কটুক্তির দায়ে ময়মনসিংহে এক যুবককে গ্রেপ্তারও করা হয়েছে।

এসব নিয়ে সমালোচনায় শরিক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন ‘হাতিয়ায় মোদি বিরোধী সাধারণ মানুষের মিছিলে পুলিশি হামলা, ময়মনসিংহে মোদিকে কটুক্তির দায়ে যুবককে গ্রেফতার!’

তিনি বলেন, ‘মোদির দালালরা কি তা হলে এ দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে? যারা এ দেশে থেকেও মোদি তথা ভারতের নগ্ন দালালি করেন, বাংলাদেশকে কি আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাতে চান?’ ‘তবে এ দেশের জনগণের কথা শুনে রাখুন, এ দেশের জনগণ পিন্ডি থেকে মুক্ত হয়েছে দিল্লির গোলামি করার জন্য নয়।’

ভিপি নুর বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো আগ্রাসী অপশক্তির বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চলবে। দেশপ্রেমিক নাগরিকদের এ লড়াইয়ে অংশগ্রহণের আমন্ত্রণ।’