যশোরে মুক্তিপণের দাবিতে আটকে রাখার অভিযোগে দুইজন আটক

মুক্তিপণের দাবিতে ঘরের মধ্যে আটকে রাখায় পুলিশ দুইজনকে আটক করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যএকজন পালিয়েছে।

অপহৃত নুর ইসলাম শেখকে পুলিশ উদ্ধার করেছে। সে মাগুরার ডাংগাসিংড়া গ্রামের সরোয়ার হোসেনের ছেলে।

আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার শাখারীগাতি গ্রামের সামসের মোল্যার ছেলে ইকরামুল হোসেন, নরেন্দ্রপুর গ্রামের সেকমত উল্ল্যার ছেলে আনোয়ার হোসেন ফরাজী।

দায়েরকৃত এজাহারে নুর ইসলাম শেখ উল্লেখ করেন, আটক ইকরামুল হোসেন পূর্বপরিচিত হওয়ায় তার কথামত মোটরসাইকেল কেনার কথা বলে বৃহস্পতিবার সকালে আটক আনোয়ার হোসেন ফরাজীর বাড়িতে নিয়ে আসে। এসময় তাকে একটি ঘরে বন্ধি করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এসময় পলাতক আসামি বাবুল হোসেন ডিবি পুলিশ পরিচয়ে হুমকি ধামকি দিয়ে মোবাইলে ছবি তোলেন। এরপর বিকাশের মাধ্যমে তাকে টাকা আদায়ের চাপ দেয়। এরফলে নুর ইসলাম তার ভাইয়ের মাধ্যমে বিকাশে ৫ হাজার টাকা দেন। বিষয়টি স্থানীয় লোকজন টের পেলে কোতয়ালি থানার জানালে পুলিশ অপহৃতকে উদ্ধার করে এবং ইকরামুল হক ও আনোয়ার হোসেন ফারাজীকে আটক করে।

পুলিশ জানিয়েছে, ইকরামুল হোসেনের বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে।