যশোরের বেনাপোলে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী গ্রেফতার

benapole jessore map

পার্শ্ববতী ভারত থেকে চোরাপথে অস্ত্র, গুলি, ম্যাগজিন আনার সময় বেনাপোল সীমান্তে এক অস্ত্র ব্যবসায়ী বিজিবি’র হাতে গ্রেফতার হয়েছে।

রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টায় বেনাপোলের সাদীপুর সীমান্তের রাস্তার উপর থেকে বিজিবি’র সদস্যরা সবুজ মিয়াকে আটক করে। আটক সবুজ মিয়া ঢাকার ধামরাই এর লারুয়াকুন্ডু গ্রামের তোতা মিয়ার ছেলে।

যশোর (৪৯ বিজিবি ) ব্যাটালিয়নের সূত্রগুলো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টায় বেনাপোল আইসিপির নায়েক নাসির উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গলাচিপা ২ নম্বর পোস্টের উত্তর পাশের সাদিপুর রাস্তার উপর থেকে ১টি ভারতীয় পিস্তল, ৭ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিনসহ সবুজ মিয়াকে আটক করে। উদ্ধারকৃত অস্ত্র, গুলির আনুমানিক মুল্য ১ লাখ ১০ হাজার টাকা। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে সবুজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সবুজকে আদালতে পাঠিয়েছে।