নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশনের উপর আস্থা রাখুন, আপনারা ভোট দিতে কেন্দ্রে আসুন। আমরা নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবো। ভয়-ভীতির কিছু নেই, যার ভোট সে নিজে দিতে পারবে এবং ভোট দিয়ে নির্ভয়ে বাড়ি ফিরেও যেতে পারবেন।
আজ (শুক্রবার) দুপুরে মোরেলগঞ্জ উপজেলায় বাগেরহাট- ৪ সংসদীয় আসনে ২১ মার্চের উপনির্বাচনে ভোট গ্রহণকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ পরিদর্শন শেষে তিনি এক কথা বলেন।
মোরেলগঞ্জের এসি লাহা স্কুলে আঞ্চলিক নির্চবান কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্ব প্রশিক্ষণ পূর্ব আলোচনা সভায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. নুরুজ্জামান তালুকদার, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়বক্তব্য রাখেন।
আগামি ২১ মার্চ বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সংসদ সদস্য ডা. মোজ্জাম্মেল হেসেন ১০ জানুয়ারী মৃত্যুবরণ করলে এই আসনটি শূন্য হয়।