কেশবপুরে ইউপি চেয়ারম্যানে বাসায় হামলা, শিশু আহত

যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের উপনির্বাচন ঘিরে কেশবপুরের সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিনের বাসায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ পওয়া গেছে। এ ঘটনায় ফাহিম নামে এক শিশু আহত হয়েছে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং সিসি টিভির ভিডিও ফুটেজসহ আলামত সংগ্রহ করে নিয়ে গেছে।

জানা গেছে, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর বিএনপির নেতা প্রভাষক আলাউদ্দিনের বাসায় শুক্রবার রাত ৯টার দিকে ৮/১০ জনের এক সন্ত্রাসী হামলা চালায়। এঘটনায় ফাহিম নামে শিশু আহত হয়। আহতকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ভাবে হামলা, ভাংচুর করেছে।

একটি সূত্র জানায়, জামায়াত নেত্রীর ছেলে কতিথ এক যুবলীগ নেতা এলাকার উঠতি বয়সী মাদকাসাক্ত যুবকদের নিয়ে সম্প্রতি একটি বাহিনী গড়ে তোলার চেষ্টা করছে। এ বাহিনী ঐ হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।