যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে উপ-নির্বাচন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কেশবপুর দলীয় কার্যালয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রবিউল ইসলাম।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আব্দুস সালাম আজাদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা হুমায়ুন কবীর সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাবর আলী বাবু, সাঈদ হাসান হীরা, যুগ্ম সম্পাদক মোঃ রাজু আহমেদ, দপ্তর সম্পাদক সাইফুল বাসার সুজন, প্রচার সম্পাদক ইমরান হাসান বনি, সাহিত্য সম্পাদক জি এম সামাদ, পরিকল্পনা সম্পাদক খন্দকার রাসেল, অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, কেশবপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর, কেশবপুর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক শামসুল আলম বুলবুল, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমীন হোসেন, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বাবুল রানা বাবু, স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজ উদ্দীন মিঠু, মাহাবুবুর রহমান, মফিজুর রহমান,শাহ আলম, অহিদুর রহমান অন্তু, আলমগীর হোসেন, রুবেল হোসেন, আসাদুজ্জামান প্রমুখ।