ইতালিতে একদিনে করোনায় আরও ৩৬৮ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে একদিনে ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাতে রবিবার বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান এঞ্জেলো বোরেল্লির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৮০৯ জনের। নতুন করে ৩ হাজার ৫৯০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটি এ রোগে মোট আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭৪৭ জন।
এ রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণ গেছে ৬ হাজার ৪৫৫ জনের।