হ্যান্ডশেক করতে নিষেধ করলেন তামিম

করোনাভাইরাস আতঙ্কে অস্বাভাবিক হয়ে পড়েছে জীবনযাত্রা। এ নিয়ে একের পর এক দুঃসংবাদ ভেসে আসছে। স্পষ্টতই আতঙ্কিত দেশের মানুষ। এ পরিস্থিতিতে সুপরামর্শ দিলেন বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল। ভয়াবহ করোনা প্রাদুর্ভাব ঠেকাতে খেলোয়াড়দের হ্যান্ডশেক করতে নিষেধ করলেন তিনি।

সদ্য বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন তামিম। তবে শিগগির জাতীয় দলের খেলা নেই। এর আগে দলনেতা হিসেবে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন তিনি। চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্ব পেয়েছেন ড্যাশিং ওপেনার।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে মাঠে নেমেছে তামিমের নেতৃত্বাধীন দল। এর আগে রোববার করোনার করালগ্রাস রুখতে সতীর্থসহ সব ক্রিকেটারকে হাত মেলাতে নিষেধ করেন তিনি।

তামিম জানান, আমাদের দেশেও করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আমরা অন্য খেলোয়াড়ের সঙ্গে মাঠে করমর্দন করব না।

তিনি বলেন, আমাদের সৌভাগ্য– এখন পর্যন্ত আমরা খেলার কথা বলতে পারছি। কিন্তু যদি সে রকম কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, তা হলে নিশ্চিত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিসিবি। আমার মনে হয়, এ বিষয়ে বোর্ড ও সভাপতি খুবই সতর্ক। তবে আমাদেরও সাবধান থাকতে হবে। খেলায় করমর্দনের কোনো প্রয়োজন নেই। কারণ সবাই বর্তমান পরিস্থিতি সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত আছেন।

গেল ডিসেম্বরে চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। মরণঘাতী কোভিড-১৯ ইতিমধ্যে বিশ্বের ১৫৬ দেশে বিস্তার লাভ করেছে। প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন আক্রান্ত হয়েছেন। আর এর বিষাক্ত ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৬ হাজার ৫১৬ জন।