করোনার ঝুঁকি এড়াতে সারাদেশের সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। কাল থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এবার শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রদর্শক সমিতির নেতৃবৃন্দ ও সারাদেশের সিনেমা হল মালিকরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আগামী বুধবার (১৮ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ থাকবে। বিষয়টি গণমাধ্যমে জানান চলচ্চিত্র প্রদর্শকদের নেতা মিয়া আলাউদ্দিন। তবে সিনেমা হল বন্ধের এই সময় সীমা কমানো বা বাড়ানো দেশের করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৫১৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ইতোমধ্যে বাংলাদেশে পাঁচজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনই বর্তমানে সুস্থ। দুজন বাড়ি ফিরে গেছেন।

গেল ৮ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। পরে শনিবার (১৪ মার্চ) রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মেলন করে জানান, দেশে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।