করোনা ভাইরাস প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের দফতার, অধিদপ্তর ও সংস্থার সবার ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন।
স্বাস্থ্যমমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য। বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুত করা হচ্ছে। সেখানে দায়িত্বে থাকবে সেনাবাহিনী।’ বিদেশে যারা অবস্থান করছে তাদের এই মুহূর্তে দেশে না আসার পরামর্শ দেন মন্ত্রী।
আরো পড়ুন : গুচ্ছ পদ্ধতিতে যাবে জবি, শিক্ষক-শিক্ষার্থীদের ভিন্নমত
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তি ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এ ছাড়া তার হার্টে স্টেন্ট পরানো ছিল।