যশোরের কেশবপুরে সদ্য বিদেশ থেকে ফিরে আসা ৫জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে তিনজন মহিলা ও দুই জন পুরুষ।
তারা সম্প্রতি দুবাই, ভারত ও দক্ষিণ কোরিয়া থেকে দেশে এসেছেন। তবে ৫ জনই সুস্থ্য থাকায় তাদের করোনা পরীক্ষা করানো হবে না বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাহাঙ্গীর আলম জানান, কেশবপুরের ভান্ডারখোলা গ্রামে ভারত থেকে ফিরে এসেছেন তিনজন। তাদের মধ্যে দুই জন মহিলার বয়স ৫০ বছরের বেশী। তারা একই পরিবারের একই ব্যক্তির দুই স্ত্রী রাশিদা ও আকলিমা। একই গ্রামের অপর যুবক ও আলমগীর (২২) ভারত থেকে ফিরেছে। তারা গত তিনদিন আগে গ্রামে ফিরেন। এছাড়া উপজেলার বায়শা গ্রামে দক্ষিণ কোরিয়া থেকে ফিরে এসেছেন ৩১ বছর বয়সী আব্দুস সালাম। অপর মহিলা সাগরদাঁড়ি ইউনিয়নের শ্রীপুর গ্রামের ৩৩ বছর বয়সী মাসুরা ফিরেছেন দুবাই থেকে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিদেশ ফেরত ওই ৫ জনের বাড়ি বাড়ি পরিদর্শন করেছেন।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, তারা সকলেই সুস্থ্য রয়েছে। তাদের মধ্যে করোনা ভাইরাসের কোন উপসর্গ আপাতত নেই। সেজন্য তাদের পরীক্ষা করা হবে না। ১৪ দিন পার না হওয়া পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যেভাবে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে তার পরামর্শ দেয়া হয়েছে।
তবে হাসপাতাল সূত্র জানা গেছে, বায়সা গ্রামের দক্ষিন কোরিয়া ফেরত আব্দুস সালাম বুধবার অসুস্থ্য হয়ে কেশবপুর হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যায়।