প্রতীকী ছবি
করোনা মোকাবেলায় গণপরিবহন ও লঞ্চ বন্ধ ঘোষণার পর এবার যাত্রীবাহী সব ধরনের ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত এলো।
মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আজ দুপুরে চলমান পরিস্থিতি নিয়ে রেলভবনে জরুরি সংবাদ সম্মেলন করেন রেলমন্ত্রী।
সেখানে তিনি বলেন, আমাদের যাত্রীবাহী মোট ট্রেন রয়েছে ৩৬৪টি। এর মধ্যে লোকাল, মেইল, কমিউটার ও ডেমোসহ ২৫৭টি ট্রেন আজ ভোর থেকে বন্ধ রয়েছে। বাকিগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
‘তবে ৯৮টি আন্তঃনগর ট্রেন পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে। সেগুলো ঢাকায় পৌঁছার পর আবার নির্দিষ্ট জায়গায় ফিরে যাবে। কারণ কমলাপুরে ট্রেন স্টেশনে শতাধিক ট্রেন রাখার জায়গা নেই।’
আন্তঃনগর ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় যাত্রী নিয়ে যাবে কিনা- এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘যাত্রীরা ট্রেনে উঠলে তো আর কিছু করা যাবে না। তবে নির্দিষ্ট জায়গায় পৌঁছার পর আর কোনো ট্রেন চলবে না।
এর আগে সকালে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। এ ছাড়া আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।