ফিলিপাইনে টোকিওগামী একটি বিমান বিধ্বস্ত হয়ে সব যাত্রী নিহত

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় টোকিওগামী একটি অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত হয়েছে এর সব আরোহী প্রাণ হারিয়েছেন।

রোববার রাত ৮টার দিকে বিধ্বস্ত ওই বিমানে ৮ জন আরোহী ছিলেন। এর মধ্যে রোগী, চিকিৎসক, নার্স ও বিমান ক্রু ছিলেন। খবর আরব নিউজের।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের সময় এতে আগুন ধরে যায়। এ সময় লায়ন এয়ারের ফ্লাইট আরপিসি-৫৮৮০ অ্যাম্বুলেন্স বিমানটির সব যাত্রী মারা যান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানটিতে একজন রোগী, একজন চিকিৎসক, তিনজন স্বাস্থ্যকর্মী ও তিনজন ক্রু ছিলেন।

এটি জাপানের রাজধানী টোকিওর প্রাণকেন্দ্রে অবস্থিত হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্যেশে উড্ডয়ন করছিল।

ম্যানিলা বিমানবন্দরের ২ নম্বর রানওয়ে থেকে উড্ডয়ণের সঙ্গে সঙ্গে যান্ত্রিক ত্রুটির কারণে এটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরিত হয়ে এর সব আরোহী নিহত হন।