যশোরের তিন ইউনিয়নে ৬০০ পরিবারকে খাদ্য দিলেন এমপি কাজী নাবিল

যশোরের তিন ইউনিয়নে ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

রোববার সকালে থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয় এবং বিকালে শেষ করা হয়।

করোনা পরিস্থিতি মোকাবেলাও সচেতনতা বৃদ্ধি করতে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতারা ইউনিয়ন গুলোতে গিয়ে দরিদ্রদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। ট্রাকে করে ফতেপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়। তার পর উপশহর ইউনিয়নে খাজুরা বাস স্ট্যান্ডে ও দেয়াড়া ইউনিয়নে আমদাবাদ বাজারে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। তিন ইউনিয়নে ৬০০ পরিবারকে এ সহায়তা দেয়া হয়।

সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে এই খাদ্য সহায়তা প্রদান করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু। এ সময়তার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেন, সাবেক সদস্য আক্তার হোসেন, উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রত্ন, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক নাজমুলহুদা পনি, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রভাষক লিয়াকত আলী, ফতেপুর আওয়ামীলীগ নেতা টিপু সুলতান, ইব্রাহীম হোসেনবাবু, তৌহিদুজ্জামান তুহিন, সাহিদুজ্জামান হিমু, ইলিয়াস হোসেন, থানা যুবলীগের সদস্য মফিজুর রহমান, ফতে পুরের যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন মানিক, এম এম কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভা পতি ইমরান হোসেন, যবিপ্রবির শহীদ মশিউর রহমান হল শাখা ছাত্র লীগের সভাপতি বিপ্লব দে শান্ত, ছাত্রলীগ নেতা জাকির হোসেন জুম্মান প্রমুখ।