যে শর্তে ইসরায়েলকে চিকিৎসা সামগ্রী দিচ্ছে তুরস্ক

করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৭ লাখ ৫ হাজার ৮৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ১ লাখ ৩ হাজার ২৩৩ জন। এছাড়াও এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৭৮ হাজার ৪৬৮ জন।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনায় দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত করোনা রোধে কার্যকর কোনো ওষুধ আবিষ্কার হয়নি।

এদিকে, করোনা সংক্রমণের মধ্যে ইসরায়েলে চিকিৎসাসামগ্রী পাঠাতে অনুমোদন দিয়েছে তুরস্ক। এসব সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে, ফেইস মাস্ক, সুরক্ষা পোশাক ও জীবাণুমুক্ত গ্লোভস।
গত কয়েক বছর ধরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলেও মানবিক কারণে চিকিৎসাসামগ্রী বিক্রির অনুমোদন দিয়েছে তুর্কি সরকার। বিনিময়ে কোনো ধরনের বিলম্ব ছাড়াই তুর্কিশ সহায়তা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে অনুমোদন দেবে ইসরায়েল।

কর্মকর্তারা বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ফিলিস্তিনিদের চিকিৎসা সহায়তা পাঠাবে তুরস্ক।

এখন পর্যন্ত ইসরায়েলে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫০৫ জন এবং মৃত্যু হয়েছে ৯৫ জনের।