যশোর সিমান্ত পরিবহন বাস মালিক সমিতির ৮ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান

করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সরকারি সিদ্ধান্তের কারণে বাসের চাকা ঘোরেনি এক মাসের বেশি। টার্মিনালগুলোতে সারি দিয়ে ফেলে রাখা হয়েছে বাসগুলো। ফলে বাসের চাকার সাথে জড়িত মালিক, চালক, হেলপার, সুপারভাইজারসহ সংশ্লিষ্টদের জীবন-জীবিকাও থেমে গেছে। পরিবার পরিজন নিয়ে এখন অনেকটাই অভুক্ত এ পেশার মানুষগুলো।

বর্তমান পরিস্থিতে ৮৭ জন বাস মালিকের পাশে দাঁড়ালো যশোর সিমান্ত পরিবহন বাস মালিক সমিতি। সমিতির আহবায়ক ও যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন সুমনের উদ্যোগে তাদের প্রতি জনকে ১০ হাজার করে মোট ৮ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে চাঁচড়াস্থ সমিতির কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সমিতির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম চান্দু, আহসান হাবিব সেলিম, উপদেষ্টা জুল হোসেন, মুহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিমান্ত পরিবহন বাস মালিক সমিতির আহবায়ক আলমগীর হোসেন সুমনের পক্ষে জেলা ছাত্রলীগের ত্যাগী নেতা আসাদুজ্জামান আসাদ।