ত্রাণ পাওয়া যাচ্ছে আ’লীগ নেতাদের পুকুর বিল ও খাটের নিচে: রিজভী

করোনা পরিস্থিতিতে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়ার কথা সরকারের। কিন্তু তারা তা করছে না। আওয়ামী লীগের মেম্বার-চেয়ারম্যানরা অসহায় সাধারণ মানুষকে ত্রাণ না দিয়ে নিজেদের ঘর, পুকুর, খাল-বিল ও খাটের নিচে তা লুকিয়ে রাখছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব সামগ্রী ওই মেম্বার-চেয়ারম্যানদের বাড়ি থেকে উদ্ধার করছে। এতে প্রমাণিত হয় সরকার সাধারণ মানুষকে ত্রাণ দিচ্ছে না।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় তারাবো পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিনের বাড়িতে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

জনগণের সঙ্গে সরকারের মন্ত্রী-এমপিদের কোনো সম্পর্ক নেই মন্তব্য করে রিজভী বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা হোম কোয়ারেন্টিনে থেকে ভিডিওবার্তা পাঠাচ্ছেন। মাঠের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। যে কারণে তারা বিএনপির ত্রাণ বিতরণ নিয়ে নানা কথাবার্তা অপপ্রচার চালাচ্ছেন।

বিএনপি জনগণের পাশে আছে জানিয়ে এই নেতা বলেন, দেশের দুর্যোগের সময় বিএনপি নেতাকর্মীরা সারা দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজ তারাবো বিএনপির সভাপতি তার নিজের পকেটের পয়সা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর সরকার সরকারি ত্রাণসামগ্রী নিয়ে মানুষের মধ্যে বিতরণ না করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিতরণ করছে।

তিনি আরও বলেন, ‘করোনার প্রথম সারির যোদ্ধা চিকিৎসক, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিদিনই কারোনায় আক্রান্ত হচ্ছেন। তারা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছেন না। তাদের পর্যাপ্ত পিপিই দেয়া হয়নি। সারা পৃথিবীতে যখন মহামারী চলছে, ঠিক সেই সময়ে বাংলাদেশে লকডাউন শিথিল করার কারণে পথে-ঘাটে-নদীর তীরে মানুষ পড়ে মারা যাচ্ছেন। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না।

তারাবো পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার প্রমুখ।