করোনাভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
তার করোনা পরীক্ষার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে তাকে ফোনে করা হলে এসএমএস করে জানিয়েছেন, তিনি অসুস্থ। বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন।
ডা. আবুল কালামের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি এখন নিয়মিত ব্রিফ করছেন।