জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
শুক্রবার এক শোকবার্তায় তিনি আনিসুজ্জামানের স্মৃতির কথা স্মরণ করে দুঃখ প্রকাশ করেন।
এক টুইটে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘পদ্মভূষণ পুরস্কার বিজয়ী অধ্যাপক আনিসুজ্জামানের দুঃখজনক বিদায়ের খবর জানতে পেরেছি। তিনি ছিলেন আমাদের এ অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং সত্যিকার ধর্মনিরপেক্ষতাবাদী ছিলেন। শিক্ষামনস্কতার প্রকৃত অর্থ তিনি দিয়েছিলেন।’
বৃহ্স্পতিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে অধ্যাপক আনিসুজ্জামান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নানা স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর করোনা শনাক্ত হয়।
আজ শুক্রবার আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। জাতীয় এই অধ্যাপককে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবার কবরে শেষনিদ্রায় শায়িত করা হয়।