শেষ লাইভে তামিমের অতিথি মাশরাফি-মুশফিক-রিয়াদ

করোনাভাইরাসের কারণে আপাতত ক্রিকেট বন্ধ। তাই ভিন্ন উপায়ে ভক্তদের মাঝে হাজির হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত ২ মে মুশফিকুর রহিমের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সেশন করেন তিনি। আলোচনা হয় নানা প্রসঙ্গে। এরপর দেশি-বিদেশি অনেক ক্রিকেটারের সঙ্গেই তিনি লাইভ সেশন করেছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল তিনটায় তামিম লাইভে আসেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে। এই সেশনের পরেই তামিম ঘোষণা দেন যে, আগামী ২৩ মে (শনিবার) তিনি শেষ সেশনটি করবেন। আর এই সেশনে তামিম লাইভ আড্ডায় থাকবেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চপাণ্ডবের মধ্যে শুধু থাকবেন না সাকিব আল হাসান।

অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, সাকিব কেন আসছেন না তামিমের লাইভে। এ ব্যাপারে তামিম বলেছেন, সাকিবকে আমি বলেছিলাম। কিন্তু ও ব্যক্তিগত কারণে আসতে পারছে না।

বৃহস্পতিবার উইলিয়ামসনের সঙ্গে আড্ডা শেষে তামিম ইকবাল বলেন, ‘আমার বলতে খারাপ লাগছে। দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষদিকে চলে এসেছি। গত কয়েকদিন এই অনুষ্ঠানটা আমি অনেক উপভোগ করেছি। আমাদের শেষ পর্ব হবে আগামী শনিবার (২৩ মে)। আশা করি আপনারা সবাই দেখবেন।’

তিনি আরো বলেন, ‘আরেকটা বিষয় আমি সবার কাছে পরিষ্কার করে বলতে চাই। বিষয়টা হলো, আমি অনেকদিনই কমেন্টে দেখেছি, সাকিব কখন আসবে, সাকিব আসে না কেন- এমন অনেক প্রশ্ন। আমি তার সাথে গত ১০-১২ দিন আগে যোগাযোগ করেছিলাম। কারণ শেষ পর্বে পাঁচজনকে (পঞ্চপাণ্ডব) একসঙ্গে নিয়ে করার ইচ্ছা ছিল আমার। তবে দুর্ভাগ্যবশত, হয়তো তার কোনো ব্যক্তিগত কারণে সে আমাদের সঙ্গে যোগ দিতে পারছে না। এটা নিয়ে বেশি আলোচনা করারও দরকার নেই। মানুষের ব্যক্তিগত কাজ থাকতেই পারে। আমাদের সবার এটাকে সম্মান করা উচিৎ।’

তামিম বলেন, ‘আমি বাকিদের কাছে কৃতজ্ঞ। যারা এটি করতে রাজি হয়েছে। তো আমরা হয়তো পাঁচজন একসঙ্গে করতে পারব না, তাই আমরা চারজন (মাশরাফি, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ) আসব। আগামী ২৩ তারিখে ঠিক সাড়ে ১০টায় আমাদের শেষ পর্ব হবে। আশা করি আপনারা দেখবেন, উপভোগ করবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।’