করোনা রোগী ১১ দিন পর কাউকে আক্রান্ত করে না : সিঙ্গাপুরে গবেষণা

corona virus test kit

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১১ দিন পর রোগীরা আর অন্য কাউকে আক্রান্ত করতে পারে না। এমনকি নিজেরা পজিটিভ থাকলেও তখন আর অন্যদের সংক্রমিত হওয়ার ভয় থাকে না।

ব্লুমবার্গের খবরে বলা হয়, সিঙ্গাপুরের সংক্রমণ বিশেষজ্ঞরা ৭৩ জন করোনা রোগীকে পর্যবেক্ষণের পর নতুন এক গবেষণায় এ ফল পেয়েছেন।

সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিস এবং একাডেমি অব মেডিসিন যৌথ ওই গবেষণা করেছে। গবেষকরা বলছেন, অসুস্থ হওয়ার ১১ দিন পর আর কেউ অন্যদের আক্রান্ত করতে পারে না।

বর্তমানে সিঙ্গাপুরে করোনা রোগী পরের পরীক্ষায় নেগেটিভ হওয়ার চেয়ে তিনি অন্যদের আক্রান্ত করতে পারেন কিনা, সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণাটি মূল্যায়ন করতে পারে এবং সে অনুযায়ী রোগীকে ছাড়পত্রও দেওয়া হতে পারে।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৩১ হাজার ৬১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে ২৩ জন। চিকিৎসাধীন রয়েছে ১৭ হাজার ৭১১ জন। আর সুস্থ হয়েছে ১৩ হাজার ৮৮২ জন।