পাকিস্তানের ক্রিকেটার ওমর করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার তৌফিক ওমর। এই প্রথম পাকিস্তানের কোনও টেস্ট ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন। কয়েকদিন ধরেই সামান্য জ্বর ছিল তার। গত শনিবার পরীক্ষা করান। এরপর তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

তৌফিক নিজেই বলেছেন, ‘‌রিপোর্ট পজিটিভ এসেছে। তবে করোনার যা যা লক্ষণ, তা আমার তেমন ছিল না।’‌ ২০০১ সালে পাকিস্তানের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তৌফিকের। ওই ম্যাচেই শতরান করেছিলেন তিনি। সব মিলিয়ে ৪৪টা টেস্ট খেলে ৭টি শতরানসহ করেছেন ২৯৬৩ রান।

সেই সঙ্গে ২২টি একদিনের ম্যাচও খেলেছেন পাক ক্রিকেটার। করেছেন মাত্র ৫০৪ রান। ২০১৪ সালে দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন তিনি।
করাচির ৩৮ বছরের সাবেক এই বাঁহাতি ওপেনার বলেছেন, ‘‌এই পরিস্থিতিতে নিজেকে হোম আইসোলেশনে রেখেছি। আমার পরিচিত মানুষদের বলব, আমার জন্য তারা যেন প্রার্থনা করেন। যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’‌