সব বিষয়ে এ প্লাস পেয়েছে সাংবাদিক তহীদ মনি’র পুত্র রূপক

শেখ শাবাব ত্বকী রূপক এবার যশোর শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সব বিষয়ে জিপিএ ৫ অর্জন করেছে। সে পুলিশ লাইন স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। তার প্রাপ্ত মোট নম্বরর ১০৪১। সে পিএসসি ও জেএসসিতেও এ প্লাস পেয়েছিল।

সে বাংলাদেশ বেতার খুলনার একজন আবৃত্তি শিল্পি এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে বিভিন্ন সময় নানা পুরস্কার অর্জন করেছে। ভবিষ্যতে রূপক মানুষের মতো মানুষ হতে চায়।

রূপক জিটিভি যশোর জেলার প্রতিনিধি ও প্রেসক্লাব যশোর‘র সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক তহীদ মনি ও ফিরোজা বেগমের ছেলে। রূপকের একমাত্র বোন রূপন্তী খুলনা বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজিতে অধ্যায়ন করে। সে সকলের নিকট দোয়া প্রার্থী।