শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর সদরের আরবপুর ও চাঁচড়া ইউনিয়ন শাখার উদ্যোগে মরহুম নেতা জিয়াউর রহমান এবং তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ সোমবার বাদ জোহর মন্ডলগাতি হাফিজিয়া মাদ্রাসায় মোনাজাত শেষে সম্মানিত হাফেজদের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
সমগ্র অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলাম, যশোর জেলা স্বেচছাসেবক দলের সভাপতি মোঃ রবিউল ইসলাম, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, জেলা স্বেচছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সহ-সভাপতি মাহমুদ হাসান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক তানজিদুর রহমান তানিম,পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক ইমদাদুল হক, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহরাব হোসেন, আবু মুছা সুমন-সহ স্থানীয় নেতৃবৃন্দ।