যশোরে ইয়াবা ও গাঁজা উদ্ধার, দু’জন গ্রেফতার

যশোর কোতয়ালি থানা ও উপশহর ক্যাম্পের পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

এরা হচ্ছে, যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার মৃত রহমান আলী গাজীর ছেলে মুন্না গাজী, সদর উপজেলার বিরামপুর পশ্চিম পাড়ার দূর্গাপদ বিশ্বাসের ছেলে দীপংকর বিশ্বাস ও একই এলাকার বাসু দেব ঘোষের ছেলে সুদেব ঘোষ। এ ঘটনায় মাদক আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামীদের আদালতে সোপর্দ করা হয়।

কোতয়ালি পুলিশ সোমবার (১ জুন) বিকেলে শহরের রেলষ্টেশন সংলগ্ন একটি সেলুনের সামনে থেকে মুন্ন্ গাজীকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার দেখায়।

অপরদিকে, উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা সোমবার ১ জুন রাত পৌনে ৮ টায় বিরামপুর তালতলাঘাট নদীর পাড়ের রাজা খোড়ার ফাঁকা জমির উপর থেকে দীপংকরকে ১৫ পিস ইয়াবা ও ২ পুরিয়া গাঁজা ও সুদেব ঘোষকে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।