যশোরে প্রায় এক বছর পর দস্যুতা মামলার আসামি গ্রেফতার

দস্যুতা সংঘঠিত হওয়ার প্রায় এক বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেন্টিগেশনের (পিবিআই) সদস্যরা শামিম শিকদার (২২) নামে ওই মামলার এক আসামিকে আটক করেছে।

আটককৃত শামিম শিকদার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার জিউধারা গ্রামের বর্তমানে খুলনা সোনাডাঙ্গার দারুল আমান মহল্লার গলির আশরাফের বাড়ির ভাড়াটিয়া আল আমিন শিকদার ওরফে কালুর ছেলে।

পিবিয়ের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, ২০১৯ সালের ২৬ জুলাই গভীর রাতে যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের আমিরুল ইসলামের বাড়িতে দস্যুতা সংঘঠিত হয়েছিলো। ওই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়। মামলা নং-৬৮। তারিখ: ২৬.০৭.১৯। বেনাপোল পোর্ট থানা পুলিশ মামলার কোন কুলকিনারা করতে না পারায় তিনমাস পর অর্থাৎ ২৭ অক্টোবর মামলাটি পিবিআয়ের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের দ্বৈপায়ন মন্ডল প্রকাশ্যে ও গোপনে তথ্য উপাত্ত সংগ্রহ করে মঙ্গলবার (২ জুন) বিকেলে খুলনার সোনাডাঙ্গা থেকে গ্রেফতার করে। এসময় শামিম শিকদারের কাছ থেকে পুলিশ লুন্ঠিত হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের দ্বৈপায়ন মন্ডল জানান, আটক শামিম পুলিশের কাছে দস্যুতার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ৩ জুন আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। মামলার অন্যান্য আসামি ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।