লকডাউনেও আয় করেছেন বিরাট কোহলি, বিশ্বে ষষ্ঠ

একেই বোধহয় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। করোনার জ্বালায় গোটা দুনিয়া জ্বলছে। মাসের পর মাস লকডাউন। ঠিক তার মধ্যেও আয় বেড়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির।

লকডাউনে খেলা না থাকলে কি হবে, সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে বিরাট আয় করেছেন ভারতীয় মুদ্রায় প্রায় তিন কোটি ষাট লক্ষ টাকা। এর বেশির ভাগটাই এসেছে ইনস্টাগ্রাম থেকে। ভারতে লকডাউন শুরু হয়েছে পঁচিশ মার্চ থেকে। আর বিরাট এই আয় তা করেছেন বারো মার্চ থেকে চৌদ্দ মে’র মধ্যে।

তবে, লকডাউনে বিরাট একা নয়। স্পনসরদের দ্বারা সোশ্যাল মিডিয়া থেকে সব থেকে বেশি আয় করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো – ১.৮ মিলিয়ন পাউন্ড। ১.২ এবং ১.১ মিলিয়ন পাউন্ড নিয়ে পরের দুটি স্থানে আছেন লিওনেল মেসি এবং নেইমার। কোহলির ষষ্ঠ স্থানের আগে চতুর্থ ও পঞ্চম স্থান কারা পেয়েছেন শুনলে চমকে যেতে হবে। চতুর্থ স্থানে আছেন বহুদিন খেলা ছেড়ে দেয়া বাস্কেটবল খেলোয়াড় শাকিল ওনিল এবং পঞ্চম স্থানে প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহাম। এরা সবাই তাঁদের পোস্ট থেকে আয় করেন। বিরাট কোহলি এক একটি পোস্ট থেকে আয় করেন ১২৬, ৪৩১ পাউন্ড।।