গত ২০ মে যশোরের উপর দিয়ে বয়ে যাওয়া সুপার সাইক্লোন আম্পানে মাথা গোঁজার একমাত্র ঠাঁই হারিয়ে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন মণিরামপুরের হাঁসাডাঙা গ্রামের দানেজ দফাদার। দরিদ্র কৃষক হওয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্থ ঘর মেরামত করতে পারেননি তিনি।
গত ৩১ আগষ্ট দানেজ দফাদারকে নিয়ে এই ছবিটি নিজের ফেসবুক আইডিতে পোষ্ট করেন স্থানীয় গণমাধ্যমকর্মী বিএম হাফিজুর রহমান। ওই দিনই ছবিটির স্ক্রিনশর্ট ইউএনও আহসান উল্লাহ শরিফীর ইনবক্সে পাঠানো হয়। এরপর খবর নিতে উপজেলা স্বেচ্ছাসেবী টিমের মেন্টর আল হেলাল মামুনকে ৮জুন বৃদ্ধর বাড়িতে পাঠান ইউএনও। মামুন সরেজমিন গিয়ে বৃদ্ধর ৩১ আগষ্টের ছবির সাথে হুবহু মিল পান।
মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৯জুন) দুপুরে ইউএনও ওই বৃদ্ধকে ত্রাণের দুই বান্ডিল টিন ও ৬ হাজার টাকা দিয়েছেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল বায়েজিদ, উপজেলা ইন্সট্রাকটর মকবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবী দলের মেন্টর আল হেলাল মামুন উপস্থিত ছিলেন।
এদিকে টিন ও টাকা পেয়ে খুশি বৃদ্ধ দানেজ। তিনি বলেন, ওই ঘরডা ছাড়া আর কিছুই ছিলনা আমার। গরিব মানুষ হওয়ায় ঘর ঠিক করতি পারিনি। আরেকজনের বাড়িতে বৃদ্ধা স্ত্রী ও এক পোতারে নিয়ে থাকতাম। এখন ইউএনও আমারে টিন আর টাকা দেছে। এই দিয়ে ঘরখান ঠিক করবানে।
ইউএনও আহসান উল্লাহ শরিফী বলেন, গণমাধ্যম বা ফেসবুকে বৃদ্ধর ভাঙা ঘরের ছবি দেখে লোক পাঠিয়ে খোঁজ নিয়েছি। ছবির সাথে ঘটনার সতত্যা মিল থাকায় বৃদ্ধকে ঘর মেরামতের জন্য সরকারি সহায়তা দেওয়া হয়েছে।