গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ঢাকা বিভাগের ২৫ জন রয়েছেন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১২ জনের।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা জানান, করোনায় ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে একজন, সিলেট বিভাগে একজন, বরিশাল বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।
এছাড়া হাসপাতালে মারা গেছেন ২৫ জন এবং বাসায় মারা গেছেন ১২ জন বলে জানান তিনি।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
গতকাল মঙ্গলবারের চেয়ে আজ বুধবার ১৯ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ১৭১ জন। গতকালও সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল।
দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাস শনাক্ত ৭৪ হাজার ৮৬৫ জন রোগী রয়েছে দেশে।