২০১৯-২০ অর্থ বছরে ১৬ সিনেমায় ৮ কোটি ৫৯ লাখ টাকার অনুদান

২০১৯-২০২০ অর্থ বছরে ১৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ৮ কোটি ৫৯ লাখ টাকা অনুদান ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়।

এছাড়া একই অর্থ বছরে ৯টি স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়।

২৫ জুন প্রকাশিত এক প্রজ্ঞাপনে তথ্য মন্ত্রণালয় জানিয়েছেন, চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবােধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্টপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০১৯-২০২০ অর্থ বছরে অনুদান প্রদানের জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ বছর বৈশ্বিক মহামারি করােনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলচ্চিত্র শিল্প ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছে বিধায় এ শিল্পের উন্নয়নের লক্ষ্যে নীতিমালা অনুযায়ী বিশেষ বিবেচনায় অধিক সংখ্যক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদানের জন্য বিবেচনা করা হয়েছে।