আবারও অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াচ্ছেন অনন্ত জলিল

দুস্থদের সেবা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বরাবরই দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন অভিনেতা এবং প্রযোজক অনন্ত জলিল। করোনা মহামারির শুরু থেকেই বিভিন্ন সময়ে সাধারান মানুষের পাশাপাশি চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন অনন্ত জলিল। সেই ধারাবাহিকতায় আবারও চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এই নায়ক।

আগামী শনিবার(১১ জুলাই) তিনি ২০০ জন অসচ্ছল শিল্পীদেরকে এফডিসিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং শিল্পী সমিতির ফান্ডে নগদ ৫ লাখ টাকা দিবেন বলে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খাঁন।

জায়েদ খান বলেন, ‘এর আগে আমরা শিল্পী সমিতির পক্ষ্য থেকে অনন্ত জলিল ভাইকে সমিতির ফান্ডে কিছু আর্থিক সহযোগিতা এবং করোনাকালীন এই সময়ে অসচ্ছল শিল্পীদের জন্য খাদ্য সামগ্রী উপহার প্রদানের জন্য অনুরোধ করেছিলাম। তিনি আমার কথার প্রতি সন্মান রেখেছেন। আমারা তার প্রতি কৃতজ্ঞ কেননা করোনার শুরু থেকে আমাদের পাশে তিনি ছায়ার মত আছেন।’