করোনায় আক্রান্ত বাফুফের আরেক সদস্য

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. শওকত আলী খান জাহাঙ্গীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জ্বর ও সর্দি-কাশি থাকায় বৃহস্পতিবার তিনি কোভিড-১৯ পরীক্ষা করতে দিয়েছিলেন। শুক্রবার সকালে ফলাফল ‘পজিটিভ’ বলে তাকে জানানো হয়েছে। তিনি এখন বাসায় অবস্থান করছেন। তবে বাফুফের একটি সূত্র জানিয়েছে, শনিবার হাসপাতালে ভর্তি হতে পারেন শওকত আলী খান জাহাঙ্গীর।

এর আগে বাফুফের আরেক সদস্য ফজলুর রহমান বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।

মো. শওকত আলী খান জাহাঙ্গীরের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির সকল কর্মকর্তা, সব স্ট্যান্ডিং কমিটি এবং বাফুফে’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।