যশোরের সিভিল সার্জনসহ নতুন ১৫ জনের করোনা শনাক্ত

যশোরের সিভিল সার্জন ডা. মো. শেখ আবু শাহীন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রোববার যশোর যবিপ্রবি জেনোম সেন্টারের ল্যাব থেকে যে ১৫ জনের পজেটিভ রেজাল্ট এসেছে তার মধ্যে সিভিল সার্জনের নাম রয়েছে। এনিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯৯৩ জন। মারা গেছেন গেছেন ১৪ জন আর সুস্থ হয়েছেন ৩৭৬ জন।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, তিনি নিজেই এখন কোভিট ১৯ এ আক্রান্ত। শনিবার তার নমুনা যবিপ্রবি ল্যাবে দেয়া হয়। বর্তমানে তিনি শহরের সরকারি বাসভবনে আইসোলোশনে আছেন বলে জানান। তার অবর্তমানে ডা. আবু মাউদ ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্বপালন করবেন বলে তিনি নিশ্চিত করেন।

এবিষয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু মাউদ বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফলাফলে ১৫ জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের নাম রয়েছে। তিনি তার সরকারি বাসভবনে আপাতত আইসোলোশনে আছেন। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে৷ এছাড়াও আক্রান্ত দের বাড়ি শনাক্ত করে আইনগত পদক্ষেপ নেবে স্থানিয় প্রশাসন৷