করোনার প্রথম টিকা আবিষ্কারের দাবি রাশিয়ার!

covid 19 vaccine

বিশ্বে মহামারি সৃষ্টিকারী করোনাভাইরাসের প্রথম টিকা সফলতার সঙ্গে আবিষ্কার করার দাবি করেছে রাশিয়া। এর দু’দফা ক্লিনিক্যাল পরীক্ষা সফলতার সঙ্গে সম্পন্ন করেছে ছেচেনোভা ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটি।

এ তথ্য নিশ্চিত করেছেন ইনস্টিটিউট ফর ট্রানস্লেশনাল মেডিসিন এন্ড বায়োটেকনোলজির পরিচালক ভাদিম তারাসোভ। অনলাইন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এ খবর দিয়েছে।

স্ফুটনিক নিউজকে উদ্ধৃত করে এতে বলা হয়, এই টিকা তৈরি করেছে গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি এন্ড মাইক্রোবায়োলজি। গত ১৮ই জুন এর সব রকম ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়।

এতে আরো বলা হয়, এসব পরীক্ষায় যেসব স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন তাদেরকে শিগগিরই ছেড়ে দেয়া হবে। দুই থেকে তিন দিনের মধ্যে প্রথম গ্রুপকে ছেড়ে দেয়া হবে।

দ্বিতীয় গ্রুপকে ছাড়া হবে ২০ শে জুলাই। ছেচেনোভা ইউনিভার্সিটির ইন্সটিটিউট অব মেডিকেল প্যারাসাইটোলজি, ট্রপিক্যাল এন্ড ভেক্টর-বর্ন ডিজিজেস-এর পরিচালক আলেকজান্দার লুকাশেভকে উদ্ধৃত করে বলা হয়েছে, গবেষণায় মানব দেহে এই টিকা প্রয়োগ করে এর নিরাপত্তার মান যাচাই করা হয়েছে। সফলতার সঙ্গে এ কাজ সম্পন্ন হয়েছে।