যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের মধ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও সমবায় দুটি অফিসের জানালা ভেঙ্গে দূঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় ঝিকরগাছা থানায় পৃথক জিডি হয়েছে। যার নং-৫১০, তাং ১৫/০৭/২০২০ ইং।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা বি এম কামরুজ্জামানের করা জিডি সুত্রে জানাগেছে, গত মঙ্গলবার রাতের কোন এক সময় সহকারী বিআরডিবি অফিসার এস এম শাখির উদ্দিনের অফিস কক্ষের পিছনের জানালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোরেরা ভিতরে প্রবেশ করে। অতঃপর অফিস কক্ষে থাকা ৩টি স্টীলের আলমীরা ও টেবিলের ড্রয়ারের লক ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করে। একই রাতে উপজেলা সমবায় অফিসার বেনজির আহম্মেদ এর অফিস কক্ষের পিছনের জানালা ভেঙ্গে আলমীরার লক ভেঙ্গে কাগজপত্র তছনছ করেছে বলে জানাগেছে।
খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার ও থানার এস আই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। অফিস কক্ষে কম্পিউটারসহ বিভিন্ন দামি জিনিসপত্র থাকা সর্ত্ত্বেও সেগুলো না নেয়ায় অপ্সাতনামা চোরেরা আলমীরা ও ড্রয়ারের লক ভেঙ্গে নগদ টাকা পয়সা খুজতে পারে বলে উপজেলা বিআরডিবি কর্মকর্তা বি এম কামরুজ্জামান জানান।