যশোরে নতুন ১৫জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় যশোরে নতুন আরো ১৫ টি করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে থেকে এ ফলাফল পাওয়া গেছে। বৃহস্পতিবার যশোর জেলায় ৪৯ টি নমুনা পরীক্ষা করে ১৫ টি পজেটিভ রিপোর্ট শনাক্ত হয়। শুক্রবার সকালে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের দপ্তরে ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে।

যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন যশোরে মোট ৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলায় ১৫ টি পজেটিভ রিপোর্ট শনাক্ত হয়।
যশোরের যে ১৫ টি নমুনা পজেটিভ ফল দিয়েছে তার মধ্যে সদর উপজেলার ৩টি, বাঘারপাড়া উপজেলার ৪ টি, অভয়নগর উপজেলার ২ টি, ও কেশবপুর ৬ টি। কতটি নতুন আর কতটি ফলোআপ তা খতিয়ে দেখছে সিভিল সার্জনের দপ্তর।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.আবু মাউদ বলেন, ৪৯ টি নমুনার মধ্যে নতুন ১৫ জন পজেটিভ শনাক্ত হয়। স্থানীয় প্রশাসন করোনা পজেটিভ শনাক্ত ব্যাক্তিদের ঠিকানা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেবে।