চীনে ৬ মাস পর খুলেছে সিনেমা হল

করোনাভাইরাসের উৎসদেশ হিসেবে পরিচিত চীনে টানা ৬ মাস বন্ধ রাখার পর খুলেছে সিনেমা হল।

সংক্রমণ নেই কেবল এমন সব এলাকায় সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে খুলেছে সিনেমা হলগুলো।খবর বিবিসির।

শর্তগুলো হচ্ছে, দর্শক ও স্টাফ সবাইকে মাস্ক পড়তে হবে, ৩০ শতাংশের বেশি দর্শক হলে প্রবেশ করতে পারবেন না, একজনের পর আসন ফাঁকা রেখে অপরজনকে বসতে হবে।

টিকিট অবশ্যই অনলাইনে কিনতে হবে, দর্শকদের কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে আসনে বসতে হবে।

সিনেমা হলে কেউ খাবার বিক্রিও করতে পারবে না, দর্শকরা্ও সঙ্গে করে কোন খাবার আনতে পারবেন না।শো শুরুর আগে অবশ্যই আসনগুলোতে জীবাণুনাশক স্প্রে করতে হবে।