ডিএসসিসির পরিবহন বিভাগের সব ধরনের ছুটি বাতিল

ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ছুটি বাতিল করা হয়।

আদেশ বলা হয়, শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত এদেরপরিবহন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী, ড্রাইভার, মেকানিক ও অপারেটরের সব ধরনের ছুটি বাতিল থাকবে।

এ ছাড়া ডিএসসিসি সচিব স্বাক্ষরিত অপর একটি অফিস আদেশে জানানো হয়েছে, নগর ভবনের শীতলক্ষ্যা হলে কন্ট্রোল রুম স্থাপন ও ডিএসসিসি’র মাঠপর্যায়ে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করতে ১০টি ওয়ার্ডের জন্য ১০টি টিম গঠন করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, ঈদের দিন (১ আগস্ট) থেকে আগামী ৪ আগস্ট দুপুর ২টা পর্যন্ত ডিএসসিসি’র ওই ১০টি টিম কোরবানির পশুর হাট ও কোরবানিতে সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কাজ সরেজমিন মাঠপর্যায়ে সচিত্র মনিটরিং করবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা প্রতিটি টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণে নগর ভবনের শীতলক্ষ্যা হলে গত ২৯ জুলাই থেকে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে বলে আদেশ জানানো হয়। কন্ট্রোল রুমের নম্বর ০১৭০৯৯০০৭০৫। আগামী ৪ আগস্ট দুপুর দুইটা পর্যন্ত এই কন্ট্রোল রুমের কার্যক্রম চলমান থাকবে।