অযোধ্যায় রামমন্দির: করোনায় আক্রান্ত পুরোহিত

আগামী ৫ আগস্ট ভারতের অযোধ্যায় বিতর্কিত ভূমিতে রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের জন্য যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আর এমন খবরের মধ্যেই জানা গেল, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রামমন্দিরের পুরোহিত। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকা আরও অন্তত ১৫ জন পুলিশ সদস্যের শরীরেও করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রামমন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের সহকারী প্রদীপ দাসের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ খবরে অযোধ্যা প্রশাসনে দুশ্চিন্তার ছায়া পড়েছে। কারণ করোনায় আক্রান্ত প্রদীপ দাসসহ প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস ৫ আগস্ট অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির দায়িত্বে থাকবেন।

এছাড়া আতঙ্ক বিরাজ করছে উত্তরপ্রদেশের মন্ত্রণালয়েও। কারণ গত শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যার প্রস্তুতি দেখতে গিয়েছিলেন। তখন সেখানের অস্থায়ী মন্দিরে পূজাসহ ধর্মীয় রীতি পালন করেন। ওই সময় যোগীর পাশেই দাঁড়িয়ে ছিলেন প্রদীপ।

এমন পরিস্থিতিতে রামমন্দির নির্মাণের কাজ শুরুর অনুষ্ঠানে গেলে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

তবে এমন আতঙ্কের মধ্যেও নিরব ভূমিকায় রয়েছে উত্তরপ্রদেশের কংগ্রেস, এসপি, বিএসপি নেতারা। তাদের ধারণা, এ আশঙ্কা প্রকাশ করলেই বিজেপি তা নিয়ে পাল্টা রাজনীতি শুরু করবে।

তবে নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার ইতিমধ্যে মন্দিরের সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। অযোধ্যা প্রশাসনের দাবি, সত্যেন্দ্রসহ মন্দিরের বাকি চার পুরোহিতের শরীরে সংক্রমণ মেলেনি। তাদের সংস্পর্শে আসা আরও ১২ জনের শরীরেও করোনা মেলেনি। তাই এ নিয়ে কেন্দ্রকে চিন্তিত না হতে মানা করা হয়েছে।