করোনায় মারা গেলেন অভিনেত্রী বিজরীর বাবা

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন জনপ্রিয় নাট্য অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা এবং বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব বরকতউল্লাহ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিজরী বরকতউল্লাহ নিজেই গণমাধ্যমকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল ফেসবুকে এক স্ট্যাটাসে বিজরী লিখেন, ‘আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন। উনার করোনা ধরা পড়েছে। সবার দোয়া চাই।’

বিটিভির সাড়া জাগানো ধারাবাহিক ‘কোথাও কেউ নেই’, ‘ঢাকায় থাকি’ ও ‘সকাল সন্ধ্যা’ প্রযোজনা করেছিলেন মোহাম্মদ বরকতউল্লাহ। বিটিভি ছাড়াও তিনি চ্যানেল ওয়ান ও বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।