বৈরুতে বিস্ফোরণে গৃহহারা হয়েছেন ৩ লাখ মানুষ: গভর্নর

বৈরুতের বন্দরে ভয়াল বিস্ফোরণে বাড়িহারা হয়েছেন ৩ লাখ মানুষ। শহরটির গভর্নর মারওয়ান আব্বুদ বুধবার এ তথ্য জানান।

তিনি আরো বলেন, গৃহহারাদের খাদ্য, পানি ও আশ্রয় প্রদানে কাজ করছে কর্তৃপক্ষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মঙ্গলবারের জোড়া বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার।

কর্মকর্তারা আশঙ্কা করছেন, হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। উদ্ধারকাজ জারি রয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে কর্মকর্তাদের বরাতে বলা হয়, ধারণা করা হচ্ছে, বন্দরের গুদামঘরে মজুদ থাকা ২ হাজার ৭০০ টন অ্যামোনিয়াম নাইট্রাইট বিস্ফোরিত হয়ে মঙ্গলবার এ ধ্বংসযজ্ঞ সম্পন্ন হয়।

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব মঙ্গলবার জানান, এ বিস্ফোরণের জন্য জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। কেউ পার পাবে না। এ নিয়ে একটি তদন্ত চালুর ঘোষণাও দেন তিনি।

এদিকে, বুধবার মন্ত্রিপরিষপদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি আরো বলেছেন, বৈরুতে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করা উচিৎ।