সভা বাতিল করুন : কাজী সালাউদ্দিনকে বললেন বাদল রায়

স্থগিত নির্বাচন আয়োজন এবং ঘরোয়া ফুটবল শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার নির্বাহী কমিটির সভা ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু এ সভা নিয়ে তৈরি হয়েছে দ্বিমত। বাফুফের অন্যতম সহ-সভাপতি বাদল রায় সভার তারিখ পরিবর্তন করার দাবি জানিয়েছেন সভাপতি কাজী মো. সালাউদ্দিনের কাছে।

কাজী মো. সালাউদ্দিনের কাছে লেখা আবেদনে বাদল রায় উল্লেখ করেন, ‘১১ আগস্ট কার্যনির্বাহী কমিটির সভার আলোচ্যসূচি দেখে আমার মনে হয়েছে, এটা এজিএমের পূর্ব প্রস্তুতি। কিন্তু ফিফার নোটিশ অনুযায়ী করোনার সময়ে কোনোভাবেই এজিএম করার সুযোগ নেই। তাই উক্ত আলোচ্যসূচি নিয়ে ডাকা সভাটি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে করা উত্তম বলে আমি মনে করি।’

বাদল রায় উল্লেখ করেন, ‘কোভিড-১৯ এর মধ্যে তাড়াহুড়ো করে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা করার কোনো কারণ আমি খুঁজে পাই না। তাছাড়া অডিট রিপোর্ট এখানো ফাইন্যান্স কমিটিতে পর্যালোচনা হয়নি। এ বিষয়টি ১১ আগস্টের সভায় উপস্থাপনের কোনো সুযোগ নেই।’

সভা স্থগিত করার পর ফিফার সঙ্গে আলোচনা করে পরবর্তী তারিখ নির্ধারণ যথার্থ হবে বলে উল্লেখ করেন বাদল রায়।