উপশহরের একটি বাড়ি থেকে সোনার গহনা চুরির অভিযোগে মামলা

যশোরের উপশহরের একটি বাড়ি থেকে সাড়ে ৬ লাক্ষাধীক টাকা মূল্যের সোয়া ৬ ভরি সোনার গহনা চুরির অভিযোগে কোতয়ালি থানায় রোববার (৯ আগস্ট) সকালে মামলা হয়েছে। মামলায় সু নির্দিষ্ট করে কোন আসামির নাম না থাকলেও দুইজনকে সন্দেহ করা হয়েছে।

এরা হলো, সদর উপজেলার মধুগ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শুভ (২২) ও তার স্ত্রী মুনিয়া (২০)।

বাঘারপাড়া উপজেলার রাজাপুর গ্রামের বর্তমানে উপশহর এফ ব্লক বাড়ি নং-৩৭, কবির হোসেনের বাড়ির ভাড়টিয়া আব্দুল গফুরের স্ত্রী আছিয়া বেগম (৩৯) কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তিনি ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। আর সন্দেহভাজনরা চতুর্থ তলায় ভাড়া থাকে। তার ছেলের প্রাইভেট মাষ্টার শুভ। সে প্রায় সময় তার বাড়িতে যাতায়াত করতো। গত ৩০ জুলাই বিকেলে গ্রামের বাড়ি বাঘারপাড়ার রাজাপুরে যাওয়ার জন্য গোজগাজ করছিলেন। সে সময় দেখতে পান তার আলমারির মধ্যে রাখা ৬ ভরি ৬ আনা ওজনের বিভিন্ন ধরনের সোনার অলংকার নেই। ১৫ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে যে কোন সময় ঘরের মধ্যে আলমারি খুলে অজ্ঞাত চোর সে গুলো চুরি করে নিয়ে গেছে। তিনি বিষয়টি বাড়ির মালিককে জানান। তার সন্দেহ শুভ ও তার স্ত্রী প্রায়ই তার ঘরে আসতো। তারা ওই সোনার গহনা চুরি করতে পারে। তিনি এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা করেছেন।