যশোরে নতুন করে ৮৪ জনের করোনা শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় যশোর জেলার ১৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৮টি পজেটিভ শনাক্ত হয়৷ এর মধ্যে একটি ফলোআপ রয়েছে। এবং খুলনা মেডিকেল কলেজ ল্যাব থেকে যশোর জেলার ১৪৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়। এতে দেখা যায়, ৩৭টি নমুনা পজেটিভ শনাক্ত৷ সব মিলিয়ে যশোর জেলায় নতুন করে ৮৪জনের করোনা শনাক্ত হয়েছে৷
বুধবার নমুনা পরীক্ষা করে বৃহস্পতিবার এই ফলাফল ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, বুধবার তাদের ল্যাবে পরীক্ষিত যশোর জেলার ১৪৫টি নমুনার মধ্যে ৪৮টি পজেটিভ ফল দেয়৷ একটি ফলোআপ।
আগের রাতে খুলনা মেডিকেল কলেজ ল্যাব থেকে যশোর জেলার ১৪৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়। এতে দেখা যায়, ৩৭টি নমুনা পজেটিভ ফল দিয়েছে।
ফলে যশোর ও খুলনা ল্যাব মিলে ২৪ ঘণ্টায় যশোরে নতুন করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮৪জনে৷ এই ৮৪ জনের মধ্যে যশোর শহরসহ সদরে ৫৬জন, কেশবপুরে ১০, ঝিকরগাছায় ৩ এবং অভয়নগর ১৩, মণিরামপুর ও শার্শায় ১জন,বাঘারপাড়ায় ১জন করে রয়েছেন বলে সিভিল সার্জন অফিসের দায়িত্বরত তথ্য কর্মকর্তা ডা.রেহেনেওয়াজ নিশ্চিত করেছেন৷

এই ফলাফল বৃহস্পতিবার সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিভিল সার্জন অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা.রেহেনেওয়াজ জানিয়েছে, বৃৃৃৃহস্পতিবার যশোর জেলায় করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ২৬শ ছাড়িয়ে যায়। জেলায় করোনা পজেটিভের মোট সংখ্যা দুই হাজার ৬০৬। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৯০ জন। মারা গেছেন ৩৪ জন।